আকাশ ভেঙে পড়া | The sky is falling bangla Golpo 2024

 


 আকাশ ভেঙে পড়া

আজ আমরা আকাশ ভেঙ্গে পড়ার গল্প শুনবো :-

নদীর ধারে বন। সেই বনে ছিল এক খরগোশ। একদিন খরগোশ তালগাছের নিচে চোখ বুজে শুয়েছিল। হঠাৎ শোনে 'মড়মড়' 'সড়সড়' শব্দ। তারপরই বিরাট এক আওয়াজ, ধপাস্।
ভয়ে খরগোশ দিল লাফ। ছুটতে লাগল সে। খরগোশ ছুটছে তো ছুটছেই। ছুটতে ছুটতে পথে দেখা হল মহিষের সাথে। মহিষ বলল, 'কী হয়েছে, ভাই? অমন করে ছুটছ কেন?' খরগোশ বলল, 'আকাশ ভেঙে পড়ছে। বাঁচতে হলে পালাও। 

বলেই আবার দিল ছুট। মহিষও পিছন পিছন ছুটতে শুরু করল। দেখা হল ঘোড়ার সাথে। 
ঘোড়া জানতে চাইল, 'কী হয়েছে, ভাই? এভাবে তোমরা দৌড়াচ্ছ কেন?' খরগোশ বলল, 'আকাশ ভেঙে পড়ছে। বাঁচতে হলে পালাও। ঘোড়াও তাদের সাথে দৌড়াতে লাগল।

বনের রাজা সিংহের কাছে খবর গেল, খরগোশ ছুটে পালাচ্ছে। তার পিছন পিছন অন্য সব পশুরাও ছুটছে। ব্যাপার কী? সিংহ এগিয়ে এল। দেখে খরগোশ, মহিষ, ঘোড়া, হরিণ, হাতি, বাঘ সবাই ভয়ে পালাচ্ছে। পথ আটকে সিংহ ওদের সামনে এসে দাঁড়াল। বলল, 'কী হয়েছে তোমাদের? সবাই এভাবে পালাচ্ছ কেন?' ওরা একসাথে বলে উঠল, 'মহারাজ, আকাশ ভেঙে পড়ছে। 
আপনিও পালান। সিংহ তো শুনে অবাক। বলল, 'আকাশ ভেঙে পড়ছে, কে দেখেছে?' বাঘ বলল, 'হাতি দেখেছে।' হাতি বলল, 'আমি দেখিনি। হরিণ দেখেছে।' হরিণ বলল, 'না, আমি দেখিনি। ঘোড়া দেখেছে।' ঘোড়া বলল মহিষের কথা। মহিষ বলল খরগোশের কথা। সিংহ বুঝল, এরা নিজের চোখে কিছুই দেখেনি। শুনেই ভয়ে পালাচ্ছে। 

এমন সময় খরগোশ বলল, 'মহারাজ, আমি দেখেছি। আমি তখন তালগাছের নিচে চোখ বুজে শুয়েছিলাম। হঠাৎ শুনি 'মড়মড়' 'সড়সড়' শব্দ। তারপরই বিরাট আওয়াজ, ধপাস্। বুঝলাম, আকাশ ভেঙে পড়ছে। দিলাম দৌড়। সিংহ বলল, 'বেশ, চলো। সবাই আগে তালগাছের নিচে যাই। কীভাবে আকাশ ভেঙে পড়ছে, নিজের চোখে দেখব। সবাই সিংহের পিছন পিছন তালগাছের দিকে ছুটল।

সিংহ বলল, 'বেশ, চলো। সবাই আগে তালগাছের নিচে যাই। কীভাবে আকাশ ভেঙে পড়ছে, নিজের চোখে দেখব। সবাই সিংহের পিছন পিছন তালগাছের দিকে ছুটল। সবাই খুব লজ্জা পেল। মাথা নিচু করে বলল, 'মহারাজ, আমরা কী বোকা। না বুঝেই ছুটছিলাম। পশুরাজ সিংহ বলল, 'তোমরা বোকা। 
আর খরগোশ একটা ভীতুর ডিম। এখন চল, সবাই মিলে মজা করে কাঁঠালটা খেয়ে নিই।


                      🌈 The sky is Falling


Today we will listen to the story of the sky collapsing:-

Forest by the river. There was a rabbit in that forest. One day the rabbit slept under a palm tree with its eyes closed. Suddenly he hears the sound of 'murmur'. Then a big noise, crash.
The rabbit jumped in fear. He started running. The rabbit is running. On the way he ran and met the buffalo. The buffalo said, 'What happened, brother? Why are you running like that?' 'The sky is falling,' said the rabbit. Run to survive.

So he ran again. The buffalo also started running back and forth. Meet the horse.
The horse asked, 'What happened, brother? Why are you running like this?' 'The sky is falling,' said the rabbit. Run to survive. The horse also started running with them.

The news went to the king of the forest, the lion, that the rabbit was running away. All the other animals are running behind him. What's the matter? The lion came forward. Seeing rabbit, buffalo, horse, deer, elephant, tiger all running away in fear. A lion stood in front of them blocking the way. He said, 'What happened to you? Why are you all running away like this?' Together they said, 'Maharaj, the sky is falling.

you too run away The lion was surprised to hear. Said, 'The sky is collapsing, who saw it?' The tiger said, 'He saw the elephant.' The elephant said, 'I have not seen it. Deer saw.' The deer said, 'No, I have not seen it. Saw the horse.' The horse said about the buffalo. The buffalo said about the rabbit. The lion understood that they had not seen anything with their own eyes. Running away in fear.

At that time the rabbit said, 'Maharaj, I have seen. I then slept under the palm tree with my eyes closed. Suddenly I heard the word 'squeak'. Then a big noise, crash. I understand, the sky is falling. I ran. The lion said, 'Okay, let's go. Everyone goes under the palm tree first. How the sky is falling, I will see with my own eyes. Everyone ran after the lion towards the palm tree.

The lion said, 'Okay, let's go. Everyone goes under the palm tree first. How the sky is falling, I will see with my own eyes. Everyone ran after the lion towards the palm tree. Everyone was very ashamed. He bowed his head and said, 'Maharaj, what fools we are. I was running without understanding. Pasuraj Singh said, 'You are fools.
And the rabbit is a coward's egg. Now let's all have fun and eat the jackfruit.
Similar Videos

0 comments: